স্পোর্টস ডেস্ক :
বয়স ৪১। তবে এখনই অবসর নিতে নারাজ ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তিনি বলছেন, ‘আরো দুইটি বিশ্বকাপ খেলব।’ এই জন্যই বোধ হয় তিনি ‘ইউনিভার্সাল বস’। যে বয়সে ক্রিকেটাররা ধারাভাষ্য বা কোচিং জীবন বেছে নেন, গেইল তখন আরো কয়েক বছর মাঠে নামার কথা ভাবেন।
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৭ ম্যাচে ২৮৮ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন আজও বিপক্ষের বোলারদের ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি।
সংবাদমাধ্যমকে গেইল বলেছেন, ‘এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি, আরো ৫ বছর আছে আমার কাছে। তাই ৪৫-এর আগে অবসরের কোনো সুযোগ নেই। আরো দুইটি বিশ্বকাপ খেলা বাকি। আমার কাছে বয়স শুধু সংখ্যা মাত্র।’
যুবরাজ সিং, রশীদ খান, কেভিন পিটারসেন, আন্দ্রে রাসেল এবং ইয়ন মরগ্যানদের সঙ্গে গেইল দুবাইতে ব্যস্ত আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জে খেলতে।