কমলগঞ্জে ৫ দফা দাবিতে ৩য় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

20

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
কমলগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ৫ দফা দাবী স্থায়ীভাবে সমাধানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর কবির, সহ-সভাপতি কামিনী সিংহ, সাধারণ সম্পাদক মোঃ জহির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।