এম. এ. শিকদার
মাগো তোমার মতো কেহ
ত্রিভুবনে নাই,
তোমার শীতল পদতলে
দিয়ো একটু ঠাঁই।
তোমার মুখটি দেখলে গো মা
দূর হয়ে যায় দুখ,
হাজার কষ্টে থাকলেও তবু
পাই যে বিষম সুখ।
তোমায় ছেড়ে দূরে গেলে
হয় যে পাগল মন,
আমার চিত্তে মাগো তুমি
অমূল্য এক ধন।
তোমার দোয়ার পরশ সাথে
থাকলে নাই যে ভয়,
দুখের ডিঙি বেয়ে আমি
পারবো আনতে জয়।