সিলেট ইসকন মন্দিরে শ্রী শ্রী গীতা জয়ন্তী ও শ্রীল প্রভুপাদের গ্রন্থ ম্যারাথন উৎসব উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুপুর ১২ টায় ইসকন মন্দির প্রাঙ্গনে গীতা জয়ন্তী উৎসব উদ্বোধন করবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
গীতা জয়ন্তীর এই আয়োজনে থাকছে বিশ্ব-শান্তিকল্পে শ্রীমদ্ভগবদগীতা পরায়ণ ও অষ্টাদশ যজ্ঞানুষ্ঠান, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ।
উল্লেখ্য, পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঁচ হাজার বছর আগে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী (মোক্ষদা একাদশী) তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই মহিমামন্ডিত তিথিকে গীতা জয়ন্তী তিথি বলা হয়। বিজ্ঞপ্তি