কাজিরবাজার ডেস্ক :
কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবিতে সিলেট বিভাগের গণপরিবহন, পণ্যপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ডাকা তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মকুল বিজয়ের মাসে কোনো পরিবহন ধর্মঘট সমর্থন না করার সিন্ধান্তটি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমরা উক্ত পরিবহন ধর্মঘট সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি প্রত্যাখ্যান করছি। বিজয়ের মাসে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কোনো পরিবহন ধর্মঘটকে সমর্থন করে না। ধর্মঘটের তারিখে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব গণপরিবহন চালু থাকবে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী জানান, বিজয়ের মাসে আমরা পরিবহন ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছি। তাই আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার সব গণপরিবহন চলবে।