আগুন আতঙ্ক

13

কবির কাঞ্চন

আগুন লাগার খবর শুনে
কাঁপন ধরে বুকে
মানুষগুলো ছাই হয়ে যায়
মরে ধুঁকে ধুঁকে।

লাশের খোঁজে স্বজন ছুটে
হাসপাতালের মর্গে
ছাই হওয়া সব লাশের ভীড়ে
স্বজন গেছে স্বর্গে।

কেউ ফিরে পায় আপন স্বজন
হাসপাতালের বেডে
ক’দিন পরে পোড়া দেহের
প্রাণ নিয়ে যায় কেড়ে।

আগুন লাগার দুর্ঘটনার
নিতে হবে দায়-ই
আগুনের আতঙ্ক ভুলে
নিরাপদ দেশ চাই-ই।