২১টি মামলা ও আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সর্দার হাজারী গ্রেফতার

8
বিশ্বনাথে ডিবি পুলিশের হাতে আটক ডাকাত সর্দার শিপন হাজারী।

স্টাফ রিপোর্টার :
২১টি ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ডাকাতের নাম শিপন হাজারী (৩১)। সে বালাগঞ্জের সাদিকপুর গ্রামের মোবাশ্বির আলীর পুত্র। মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত সোমবার দক্ষিণ সুরমা থেকে রাজীব এবং সবুজ নামের ২ ডাকাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার বিশ্বনাথ থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য একত্রিত হয়। উক্ত ঘটনায় রাজীব এবং সবুজ নামের ২ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ২ দিন আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। তাদের দল নেতা শিপন হাজারীকে গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্বনাথের উত্তর ধর্মদা এলাকা হতে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে ঐ এলাকার কবরস্থান হতে ২টি দেশীয় তৈরি পাইপগান, ১ টি গ্রীল কাটার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত বলে সিলেট জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ আরো জানায়, সে আন্ত: বিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অন্ত্রসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।