অনিয়মের মাধ্যমে আউটসোর্সিয়ে জনবল নিয়োগের প্রতিবাদে জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করেছে সর্বস্তরের কর্মচারীরা। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘেরাও, অবরোধ ও বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হামলাকারী আল আরাফাত সার্ভিসেস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবু তালেবের প্রতিষ্ঠানকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের প্রতিবাদে এ কর্মসূচী পালন করেন তারা। সকাল ১১টায় অফিসে আসেন আল আরাফাত সার্ভিসেস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবু তালেব। এসময় তাকে দেখা মাত্রই সকল কর্মচারীরা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে তিনি চলে যান।
জালালাবাদ গ্যাসের কর্মচারীরা জানান, ১৭ ডিসেম্বরের মধ্যে অবৈধ নিয়োগ বাতিল না করা হলে বৃহৎ আকারে আন্দোলন করা হবে। আন্দোলনকারীরা বলেন, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আল আরাফাত সার্ভিসেস (প্রা.) লিমিটেডের কোন লোককে কাজে না লাগানোর দাবি জানান এমডিকে।
গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ মোল্লা সাংবাদিকদের জানান, যেহেতু এই কোম্পানীর বিরুদ্ধে অভিযোগ এসেছে তাই ১৭ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি