করোনায় ২৪ ঘন্টায় সিলেটে আরও ৪৮ জন শনাক্ত, মৃত্যু নেই

7

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৪৮ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৪৮ জনের মধ্যে ৪০ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। এদিন বিভাগের হবিগঞ্জে একজন ও মৌলভীবাজার জেলায় আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৪৮ জন রোগীর ৩৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি ৯ জন সুস্থ হয়েছেন সুনামগঞ্জ জেলায়। আর গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৭১৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৫০ জন।