স্পোর্টস ডেস্ক :
ব্রাজিলিয়ান তারকা রবিনহোর বিরুদ্ধে আপিলেও ৯ বছরের কারাদণ্ডের সাজা বহাল। ইতালির মিলানের একটি আপিল আদালত রবিনহোর বিরুদ্ধে ধর্ষণকাণ্ডের মামলার রায়ে ৯ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছে।
রবিনহোর বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে ইতালির একটি নাইটক্লাবে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনি জড়িত ছিলেন। তখন ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলতেন রবিনহো। মিলানে ২৩ বছর বয়সী একজন আলবেনিয়ান বংশোদ্ভূত নারী তার ২৩তম জন্মদিন পালন করছিলেন। তখন এই ধর্ষণের ঘটনা ঘটেছিল। অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১৭ সালে ৯ বছরের কারাদণ্ড দেয়া হয় রবিনহোকে।
ইতালীয় সংবাদমাধ্যমকে ওই নারীর আইনজীবী জ্যাকোপো গনোচ্চি বলেছেন, ‘নারীদের সংরক্ষণের জন্য এই দণ্ড একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই রায় প্রমাণ করে যে, প্রয়োজনের সময় নিয়ম-নীতি (সিস্টেম) এখনো কাজ করে।’
ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো ২০১৪ সালে এই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৯ সালে রবিনহো যখন ম্যানচেস্টার সিটিতে খেলতেন তখনও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পুলিশ ঘটনার তদন্ত করেছিল।