মোস্তাফিজুর রহমান সরকার
আমি দুঃখ পুষে, সুখের ধরা খুঁজি,
তাইতো আমি থাকি না মুখ বুজি।
আমি তাল-মিলিয়ে চলি সবার সাথে,
চোখরাঙিয়ে কেউ না দেখুক তাতে।
আমি দোস্ত-দুশমন সমান চোখে দেখি,
পাগল ভেবে দেয় হাসি দিক মেকি।
আমি তাদের হাসির মূল্য দেবো ভবে,
সেই হাসি যে পথের দিশা হবে।
আমি চাইব তবুও, থাক ধরণী সুখে,
থাকবো পাশে সবাই – সবার দু:খে।
আমি স্বপ্ন দেখি, এই পৃথিবীর মাঝে,
সুখের প্রদীপ জ্বলবে সকাল-সাঁঝে।
আমি বলবো কথা, জোছনামাখা চাঁদের ,
যাহার কোনো নেই ভেদাভেদ জাতের।
দেখো! রাজা-প্রজা হীন-গরীবের তরে,
আপন আলো দিচ্ছে কেমন করে।
আমি তেমন করে,চাই যে সবার কাছে,
সৃষ্টিসেবায় দাও যা কিছু আছে।
বিধির বিধান মেনে থাকব মিলেমিশে,
সুখ-পরশে চলবো অহর্নিশে।