লালাবাজারে আজির হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

15
লালাবাজারে আজির হত্যা মামলার আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার থেকে হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রিয়াজ মিয়া (৩৫)’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালাবাজারস্থ রাজমহলের ভিতর থেকে দক্ষিণ সুরমা থানার এসআই জালাল উদ্দিন ও ওয়ারেন্ট অফিসার এএসআই সুবীর চন্দ্র দেবের নেতৃত্বে এএসআই প্রদীপ ও এএসআই বিশ্বজিতকে সাথে নিয়ে রিয়াজ মিয়াকে গ্রেফতার করা হয়।আটককৃত রিয়াজ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রাম তৈইর আলীর ছেলে। গত বছরের ২০ আগস্ট তুচ্ছ ঘটনার জের ধরে রাত সাড়ে ৯ টায় লালাবাজার ব্রীজের উপর ফার্মেসি ব্যবসায়ী ও বিশ্বনাথের টেংরা গ্রামের বাসিন্দা আজির মিয়াকে হত্যা আটককৃত রিয়াজ ও তার সহযোগিরা। হত্যার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ঐদিন রাতে নিহতের ভাগনা মিহাদ মিয়া বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৯। বিজ্ঞপ্তি