কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আম্বিয়া চৌধুরী দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমের জানাযার নামাজ নিজ গ্রাম বায়মপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ ও নুরুল আম্বিয়া চৌধুরীর হাতে গড়া শত শত শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্ব মাষ্টার নুরুল আম্বিয়া চৌধুরী স্মৃতিচারণ করে অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এদিকে প্রতিযশা শিক্ষক নুরুল আম্ভিয়া চৌধুরীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর বিএনিপর সাবেক সভাপতি কাউন্সিলর শরীফুল হক, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মামুন আহমদ, কানাইঘাট শাখার সভাপতি এখলাছে এলাহী, সচিব ফজলুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, নুরুল আম্বিয়া চৌধুরী কানাইঘাটের একজন আদর্শবান শিক্ষক ছিলেন। তার হাতে গড়া শত শত শিক্ষার্থীরা আজ সমাজে নানা ভাবে প্রতিষ্ঠিত হয়ে এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজ সেবা মূলক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে কানাইঘাটবাসী সর্বজন শ্রদ্ধেয় একজন প্রিয় শিক্ষক ও অভিভাবককে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয়।