আমি খুব সাধারণ :
আমি দেখতে কারো মতোন না,
আমি শতভাগ কারো মনের মতোনও না,
আমি দেখতে ঠিক আমার মতোই খুব সাধারণ।
প্রেমিকের মন রাঙিয়ে দিতে আমি পারবোনা,
নিজেকে টিশার্টে মুড়িয়ে নিতে,
নিজেকে খুব উঁচু দেখাতে হাঁটতে পারবোনা একজোড়া উঁচু হিলে।
কারণ আমি খুব সাধারণ, আমি আমার মতোই,
কোনও দামী রেস্তোরায় কফি খাওয়ার চেয়েও, রাস্তায় দাঁড়িয়ে
এককাপ চা খেতেই আমার বেশি ভালো লাগে।
একটা কাতান শাড়ির বদলে নিজেকে তাঁতের শাড়িতে গুছিয়ে নিতেই
আমার বেশ ভালো লাগে।
কারণ আমি যেমন আমি ঠিক তেমন, আমি ঠিক আমার মতোই
খুব সাধারণ, আমি অসাধারণ কেউ নই,
কাজেই কেউ অসাধারণ কিছু আমার কাছে আশা করবেন না।
আমাকে ভালোবাসতে হলে,সাধারণ হয়েই আসুন কারণ,
আমি খুব সাধারণ।