নিলুফার জাহান
কুটুম পাখি আসছে দেখি
তুষার মেরু ঠেলে
শীতের আগে কুসুম বাগে
আসছে বাসা ফেলে।
পরিযায়ী পাখি ওরা
সাগর দিয়ে পাড়ি
বাংলাদেশে আসে ওরা
শান্তির খোঁজে ভারি।
শীতের থেকে বাঁচতে ওরা
আসে এতো দূরে
শীতের সময় থাকবে শুধু
গাইবে নতুন সুরে।
সবুজ ঘাসে ফুলের মাঝে
বেড়ায় মনের সুখে
অনেক কষ্টে এলো ওরা
কত আশা বুকে।
মেরো না কেউ ওরা মেহমান
আমাদের এই দেশে
হলুদ সবুজ লালে সেজে
যাবে শীতের শেষে।