সরকার ধান চাষের পাশাপাশি রবি শস্য ফলনের প্রতি জোর দিচ্ছে ————– মাহমুদ উস সামাদ এমপি

9
বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৬টি ইউনিয়নে কৃষকদের মধ্যে ধান বীজ, সরিষা, চিনা বাদাম, ডাল, সূর্যমুখী বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে ধান চাষের পাশাপাশি রবি শস্য ফলনের প্রতি কৃষকদের উৎসাহিত করছেন। এ লক্ষ্যে কৃষকদের মধ্যে সরিষা, চিনা বাদাম, পেঁয়াজ, ডাল, শাক সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
কৃষকরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, তাই সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা করেছে। প্রকৃত কৃষকরা যাতে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারে সরকার আন্তরিক। তিনি সকল অনাবাদি জমিতে ধান ফলানোর মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে কৃষকদের প্রতি আহবান জানান। বর্তমান সরকার করোনা মহামারী সামাল দেওয়ার পাশাপাশি কৃষকদের কৃষি খাতে ঝাঁপিয়ে পড়ার জন্য ভর্তুকি দিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য দেশকে এগিয়ে নিতে হলে কৃষি ক্ষেত্রে উৎপাদন অব্যাহত রাখতে হবে। সরকারের এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে কৃষকদের ভূমিকা অপরিসীম।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৮ নভেম্বর শনিবার সকালে, বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৬টি ইউনিয়নে ধান বীজ, সরিষা, চিনা বাদাম, ডাল, সূর্যমুখী বিজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান লুকুজ, আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী এস এম আলম, পূর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল রকিব ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা সাইস্থা মিয়া প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯০ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম গৌরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ৩৩ লক্ষ টাকা ব্যয়ে বোয়ালজুড় বাজার-দক্ষিণ গহরপুর সড়কের সংস্কার শেষে উদ্বোধন করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিজ্ঞপ্তি