স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান উদ্দিন আহমদ হত্যাকান্ডের ঘটনায় এসএমপি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র ও এসআই আব্দুল বাতেনকে প্রত্যাহার (সাসপেন্ড)করা হয়েছে।এর মধ্যে রায়হান উদ্দিন আহমদের হত্যা মামলাটি প্রথমে এস আই আব্দুল বাতেন তদন্তের দায়িত্বে ছিলেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র ও এসআই আব্দুল বাতেনকে প্রত্যাহার করা হয়েছে।তিনি বলেন, রায়হান উদ্দিন হত্যা মামলার তদন্তে গাফিলতি, বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পলায়ন সব মিলিয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ নিয়েছে পুলিশ হেডকোয়াটার্স।তিনি আরো বলেন,সৌমেন মৈত্রকে রংপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।আর আব্দুল বাতেন আপাতত এসএমপিতেই আছেন বলে জানান তিনি।