মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর এক সভা থেকে করোনাকে অজুহাত করে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে শ্রমিক ছাঁটাই, কর্মঘন্টা বৃদ্ধি, মজুরি কর্তনসহ নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানানো হয়। ২৩ নভেম্বর সন্ধ্যায় শহরের কোর্টরোড¯ ’(মনুসেতু সংলগ্ন) কার্যালয়ে অনুষ্ঠিত হোটেল শ্রমিক ইউনিয়ন বাবুর্চি উপ-কমিটির আহবায়ক প্রবীণ বাবুর্চি মোঃ আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই আহবান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, বাবুর্চি শ্রমিকগণের পক্ষে মোঃ আহাদ আলী, মোঃ আজিম মিয়া, মোঃ মিলন মিয়া, আফরোজ জামান, মোঃ শাহিন মিয়া, মিজান মিয়া, শানুর মিয়া, হোটেল শ্রমিকনেতা সুহেল আহমেদ সুবলে প্রমুখ। সভার শুরুতে সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিল মিয়ার পিতা মোঃ লালফর মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া গত ১৪ নভেম্বর সুনামগঞ্জ শহরের সেভেন স্টার রেস্টুরেন্টের সহকারি বাবুর্চি মোঃ আমির উদ্দিন বাপ্পীকে নির্মমভাবে খুন করায় সভা থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং খুনীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করা হয়। বিজ্ঞপ্তি