সুজন মাঝি নভেম্বর ২১, ২০২০ 27 Facebook Twitter Pinterest WhatsApp সাগর আহমেদ মিটমিটিয়ে জ্বলছে আলো পদ্মা নদীর পাড়ে, তাল পাতারই ছাউনি ঘেরা সুজন মাঝির ঘরে। বৃষ্টি হলেই যায় তলিয়ে তাল পাতার ঐ ঘর, ভিটামাটি সব হারিয়ে বসত বালুচর। চোখের তারায় ভেসে উঠে মায়ায় ভরা মুখ, স্মৃতির ভীড়ে খুঁজে ফিড়ে হারিয়ে ফেলা সুখ।