সুজন মাঝি

27

সাগর আহমেদ

মিটমিটিয়ে জ্বলছে আলো
পদ্মা নদীর পাড়ে,
তাল পাতারই ছাউনি ঘেরা
সুজন মাঝির ঘরে।

বৃষ্টি হলেই যায় তলিয়ে
তাল পাতার ঐ ঘর,
ভিটামাটি সব হারিয়ে
বসত বালুচর।

চোখের তারায় ভেসে উঠে
মায়ায় ভরা মুখ,
স্মৃতির ভীড়ে খুঁজে ফিড়ে
হারিয়ে ফেলা সুখ।