নগরীর মিরাবাজার মৌসুমী আগপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পুলিন চন্দ্র নাথকে বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা পুলিন চন্দ্র নাথ মৌসুমী আগপাড়া এলাকার বাসিন্দা মৃত কৃষ্ণ চন্দ্র নাথের ছেলে। রাষ্ট্রীয় সম্মাননা শেষে দক্ষিণ সুরমার মোগলাবাজারের দাউদপুর গ্রামে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম উদ্দিনের নেতৃত্বে ৫৫ মৌসুমী আগপাড়ার নিজ বাসভবনের সামনে একদল চৌকস পুলিশের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সিলেট জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন (রানা), বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মন্টু পাল, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও মিরাবাজার সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ পুরকায়স্থ ফনি, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, চম্পক দেব, শ্রী শ্রী বলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দে, সহ সভাপতি নিথিশ রাউত, সদস্য পিনু দে, চয়ন পাল, ঝন্টু নাথ, বিমল পাল, শ্যামল দে প্রমুখ। বিজ্ঞপ্তি