কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারের দুর্যোগ সহনীয় ঘর নির্মানকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার ভূমির ওপর হামলা ও নারী পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি ৮ জনকে আটক করেছে পুলিশ।
এসিল্যান্ড বাদী হয়ে সরকারি কাজে বাধা উল্লেখ্য করে ১৫জন নামীয় ও অজ্ঞাত আরো ৫৩জনকে আসামি করে সোমবার রাতে মামলা দায়ের করেন। পরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে রাতে অভিযান চালায় পুলিশ।
এদিকে অভিযানের পর গ্রামে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে। ভয়ে গ্রামবাসী অন্যত্র আশ্রয় নিয়েছেন। সোমবার রাত ২টায় রাজকান্দি গ্রামে অভিযান চালায় কমলগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামের সরকারি খাস জমিতে আশ্রয়ন-২ প্রকল্পের একটি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণকালে দায়িত্বরত অবস্থায় খাসদখলী লোকজন এসিল্যান্ড নাসরীন চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালালে তাকে রক্ষা করতে গিয়ে নারী পুলিশ সদস্য সেলিনা আক্তার ও গাড়ি চালক হাসান গুরুত্ব আহত হয়। হামলায় সরকারি গাড়িও ভাংচুর করে দখলীয় লোকজন।
এসিল্যান্ডের উপর হামলায় প্রশাসনসহ উচ্চ মহলে তোলপাড় শুরু হয়। সোমবার রাতে এসিল্যান্ড নাসরিন চৌধুরী সরকারি কাজে বাধা ও গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ১৫জন নামীয় ও অজ্ঞাত আরো ৫৩জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর পুলিশ সোমবার রাতে জেলা সদর থেকে বিপুল সংখ্যক পুলিশ এনে রাত ২টায় উপজেলার ইসলামপুরের রাজকান্দি গ্রামে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত সালাম মিয়া (৫২), দিলদার মিয়া (৪২), মুকিদ মিয়া (৩৩), মিজানুর রহমান (২০), শিশুর (২০), আনকার মিয়া (২০), সাকিল মিয়া (২০) শওকত আলী (১৯) নামে ৮জন আসামীকে আটক করে। ৮ আসামি আটক করার খবরে মঙ্গলবার সকাল থেকে গ্রামে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আত্মগোপন করেছেন বলে গ্রামবাসী সূত্র জানায়।
অপরদিকে সরকারি ঘর নির্মাণে বাধা ও এসিল্যান্ডের ওপর হামলার পেছনে কারা মদদদাতা তা বের করতে পুলিশ মাঠে নেমেছে। তবে সোমবারের ঘটনার পেছনে মানুষের মুখে মুখে আওয়ামী লীগের এক প্রভাবশালী এক নেতার ইন্ধন রয়েছে বলে রটেছে। যদিও প্রশাসন বিষয়টি অস্বীকার করেছে।
পুলিশ ও ইউএনও বলছেন, এর পেছনে কারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আহত নারী পুলিশ সদস্য শারীরিক অবস্থা এখন ভালো। মঙ্গলবার সকালে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি আহত নারী পুলিশ সদস্যকে দেখতে মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে যান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সোমবার রাতেই এসিল্যান্ড নাসরিন চৌধুরী ১৫জন নামীয় ও আরো ৫৩জনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে ৮ জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। কোন প্রকার ছাড় দেয়া হবে না। আটককৃতদের মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক মামলা ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি প্রশাসন খুবই গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ঘটনার সাথে জড়িত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।