৮নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্বোধন

23
৮নং ওয়ার্ডের পল্লবী আ/এ পশ্চিম পাঠানটুলায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।

নগরীর ৮নং ওয়ার্ডের পল্লবী আ/এ পশ্চিম পাঠানটুলায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় (১৩ নভেম্বর) উক্ত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের উপর হামলা, মামলার প্রতিবাদে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও আইন শৃঙ্খলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম টেনাই উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, রতীশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, বীর মুক্তিযোদ্ধা সিরাজ চুনু, বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন রফিক, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, বীর মুক্তিযোদ্ধা আলীনূর, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা বিমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা মানিক চন্দ্র সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক সাজেদুর রহমান এপলু, সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, মহানগর আওয়ামীলীগ নেতা সুদীপ দেব, ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. আলী হোসেন, মো. সিদ্দেক আলী, যুক্তরাজ্য যুব কমান্ডের আহ্বায়ক আব্দুল আহাদ বাবর, মাসুক আহমদ আসিক, শামসুল ইসলাম লিটন, অধীর সিংহ বর্মন, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি