জুড়ী থেকে সংবাদদাতা :
জুড়ীতে সন্ত্রাসী হামলায় জড়িত অভিযোগে খালত মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় উপজেলার ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। খালত মিয়া ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মহরম আলীর পুত্র।
ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত সুফি মিয়ার পুত্র আহত হাসিব আলীর ভাই রহমত আলী অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর রাত ৯টায় একই গ্রামের মহরম আলীর পুত্র খলিল মিয়া (৩৫) মাছ চুরির জন্য হাসিব আলীর পুকুরে জাল ফেলে। এতে হাসিব আলী ও পরিবারের লোকজন বাধা প্রদান করলে খলিল চলে যায়। কিছুক্ষণ পরে খলিল, তার ভাই আলাই মিয়াসহ বেশ কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আলীর বাড়িতে হামলা করেন। সন্ত্রাসীরা ঝাটা দিয়ে হাসিব আলী (৩৮)’র বুকে ও দা দিয়ে নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে হাসিব আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, খালত মিয়া জুড়ী থানার মামলা নং- ০৯(১০)২০ এর নিয়মিত মামলার আসামী।