সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দেশে ভয়াবহ সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই, মানুষের ভোটাধিকার নেই। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। এ থেকে জাতিকে মুক্ত করতে বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলছে। তৃণমূল বিএনপির নেতৃত্বেই দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে। এজন্য সকল ভেদাভেদ ভুরে তৃণমূল বিএনপিকে সংগঠিত করার বিকল্প নেই।
তিনি শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমান আতার সভাপতিত্বে, বিএনপি নেতা শেখ বাবরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তফাজ্জুল হোসেন।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আশরাফুল আলম বাহারকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দাউদপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা নুরুজ্জামান জিয়া।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস শহীদ পংকী, বজলুর রহমান ফয়েজ, জিল্লুর রহমান সুয়েব, শাহ মাহমদু আলী, আশরাফ বাহার, এইচ এম খলীল, এটিএম মাসুদ ওকিল, ইসলাম উদ্দিন, ডা: এনাম আহমদ, আপ্তাব উদ্দিন, শামসুর রহমান বাসুন, মহিব আলী, আব্দুল বাছিত, মো: মনু মিয়া, আব্দুল মুনিম, ফয়জুর রহমান বিলাল, মো: জানু মিয়া, বাবর আহমদ রনি, মকসুদুল করিম নুহেল ও আবু বকর সিদ্দিক, ওলীউর রহমান ওলী, ফখরুল আলম, মতিউস সামাদ ছানু, মাহমুদ হোসেন, এখলাছুর উদ্দিন, আবু রায়হান রাজু, লিটন আহমদ, মো: চুনু মিয়া, সরফ উদ্দিন, ফখর উদ্দিন, শামীম আহমদ, খলিল আহমদ, আব্দুল মজিদ, খলকুজ্জামান খলকু, হিরা মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, সদস্য শেখ বাবরুল হোসেন, মঞ্জুর আহমদ, জাহাঙ্গীর আলম মুন্না, উজ্জল আহমদ অভি, নুরুজজামান জিয়া, দাউদপুর ইউনিয়ন যুবদল নেতা মতিন আহমদ, আইন উদ্দিন, মাহমুদ আহমদ, পারভেজ আহমদ, সাহেদ আহমদ, আহাদ আহমদ, বাবুল মিয়া, আব্দুল করিম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত জাহাঙ্গীর, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিমন আহমদ, ছাত্রদল নেতা রাহেল আহমদ, আশরাফুল ইসলাম কাউছার, আব্দুল লতিফ তাহমিদ, কাউসার খান সুমন, জাকির হোসেন রাজু, লিমন আহমদ, সাইফুর রহমান, আবদাল হোসেন, জাকির আহমদ, লায়েছ আহমদ, আদিল, ফাহিম আহমদ, সামাদ, আফজাল, কামাল ও সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি