একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির শাসনামলে মানুষ শান্তিতে বসবাস করতে পারতো। কিন্তু বর্তমান গণতন্ত্রহীন দেশে মানুষ কোণঠাসা। চারকিদে শুধু অশান্তি-হাহাকার।
তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে কৃষকদের উপর নির্ভর করে। কিন্তু আজ কৃষকদেও অবস্থা নাজুক। তারা ধান-চাল এবং রবিশস্যের যথাযথ দাম পাচ্ছেন না। সরকারদলীয় দালাল ও সিন্ডিকেটের কারণে আজ কৃষকরা অসহায়। তারা দুবেলা দু মুঠো ভাত খেতে হিমশিত খাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারের কারণে কৃষকদের নাভিশ্বাস উঠছে। কিন্তু তাদের হাতে উৎপন্নকৃত পণ্যেও দাম তারা পান না।
গত শুক্রবার রাত ৯টায় গোলাপগঞ্জ একটি কমিউনিটি সেন্টোরে অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন কৃষকদলের এ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার কৃষকদলের সাবেক সভাপতি এম এ মছব্বির। গোলাপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন ছয়ফুলের সভাপতিত্বে ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বেলাল আহমদ ও সিলেট ‘ল’ কলেজের ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, আলহাজ্ব আশফাক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছালিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক ফারুক মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল জলিল সেলিম ও গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আনোয়ার হোসেন ছয়ফুল, সহ-সভাপতি দিলাল আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নুরুল ইসলাম নুনু, সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আনহার আহমদ আনু, বিলার আহমদ, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম ও কৃষি বিষয়ক সম্পাদক লোকমান আহমদ। বিজ্ঞপ্তি