প্রিয় বাবা

11

মোঃ মিনহাজ

কখন যেন বাবা বলতে শিখে গেছি যানা নেই
বাবা’কে বাবা বলতে আজও কোন মানা নেই।
তবে কখনো কখনো বাবা বড্ড সেকেলে
আগের মতই ঘুরতে নিয়ে যায় না বিকেলে,
হাত ধরে দেখায় না অরণ্য আর পাহাড়
বাবা মানে ভালোবাসা আর অভিমানের সমাহার।
বাবা মানে এক আবদ্ধ ঘরে নীল আকাশের দেখা
বাবা মানে শত আধারে ফুটে উঠা আলোর রেখা।
বাবার মনে দুঃখ হলে দেখায় না কভু ভালো
দিন কাটেনা রাত কাটেনা এমন কেন হল!
দুঃখ ভারি যতই হোক বাবা করেনা প্রচার
সুখ তিনি দেখান সবাইকে এটাই তার আচার।
সহেনা যখন দুঃখের ব্যথা মনে তার
সহেনা যখন বেদনার কষ্ট হৃদয়ে আর,
দুঃখ কষ্ট ভুলতে তিনি তাকায় আমার মুখে
চোখ জুড়ায়, মন ভরায় নিত্য নতুন সুখে।