সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্তে সিলেট চেম্বারের কৃতজ্ঞতা জ্ঞাপন

7

আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী, এমপি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মোকাব্বির হোসেন সহ সংশ্লিষ্ট সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সিলেট চেম্বার সিলেট-কক্সবাজার রুটে সপ্তাহে দুই দিন বিমানের ফ্লাইট চালুর জন্য দীর্ঘদিন যাবৎ এ দাবী জানিয়ে আসছে। চেম্বার সভাপতি বলেন-দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে ১৯৬৬ সাল থেকে এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পর্যটন খাতের খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের দাবী-দাওয়া সরকারের বিভিন্ন পর্যায়ে উপস্থাপন এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে সহযোগিতা করে আসছে। এ ফ্লাইট চালু হলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেখতে সিলেটের ভ্রমণ পিপাসু মানুষের যাতায়াতের পথ সুগম হবে এবং পর্যটনের পাশাপাশি সিলেটের শিল্পায়নের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি