অভি দে শিবা
নীল আকাশে মেঘের ভেলা
করছে আনাগোনা ”
শারদীয়ার বাদ্য বাজে
যাচ্ছে দেখো শোনা।
শারদ মানে অট্রহাসি
আনন্দের ধুম ”
প্রেমানন্দে মনটা মেতে
কাড়ে রাতের ঘুম।
মেঘ বলাকা খেলছে খেলা
সদাই চোখে ভাসে ”
কি অপরূপ দেখতে লাগে
মনটা শুধু হাসে।
আকাশ নাচে বাতাস নাচে
শারদ এলো বলে ”
ময়ূরী নাচে শালিক গাছে
শাপলা ফোটে জলে।
মন যে সবার উড়ো উড়ো
এলো খুশির দিন ”
শারদীয়ার আগমনি-তে
বাজে সুখের বীণ।