কাষ্টঘর এলাকার সিসিটিভি ফুটেজে গণপিটুনির কোন দৃশ্য নেই

13

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়া নেহারিপাড়ার রায়হান উদ্দিন আহমদ (৩৩) নামে গত রবিবার ভোরে এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরীর কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। যদিও এই এলাকার সিসিটিভি ফুটেজ গণপিটুনির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এলাকাবাসীও বলছেন, কাষ্টঘরে গণপিটুনির কোনো ঘটনা ঘটেনি। রায়হানের পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছে, পুলিশের নির্যাতনে খুন হয়েছেন রায়হান। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে রবিবার ভোরে রায়হানের পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
কাষ্টঘর এলাকা সিলেট সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই এলাকার পুরোটাই ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতাভুক্ত। এসব ক্যামেরার মনিটর রয়েছে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের কার্যালয়ে। রবিবার রাতে মুনিমের কার্যালয়ে গিয়ে শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত কাষ্টঘর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এসব ফুটেজে কোনো গণপিটুনির ঘটনা দেখা যায়নি। এমনকি এই সময়ে কাষ্টঘর এলাকায় পুলিশের কোনো টহলও দেখা যায়নি।
কাউন্সিলর মুনিম বলেন, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ওই এলাকার ফুটেজে সন্দেহজনক কিছু চোখে পড়েনি। এছাড়া আমি কয়েকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছি। তারাও এ রকম কিছু ঘটেছে বলে শুনেননি।
কাষ্টঘর এলাকার অন্তত ২০ জন বাসিন্দাদের সাথে কথা হয়। তারা কেউই রাতে বা ভোরের দিকে কোনো গণপিটুনির কথা শুনেননি। কোনো চিৎকার চেঁচামেচিও শুনেননি তারা। তবে সকালে কাষ্টঘর পূজামণ্ডপের আশপাশের এলাকায় পুলিশ গিয়ে টহল দেয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
কাষ্টঘর পূজা মণ্ডপের পাশেই বাসা আইনজীবী সুমিত শ্যাম পলের। তিনি বলেন, প্রায় রাতেই এই এলাকায় মাদকসেবীদের চেঁচামেচি শোনা যায়। পুলিশের বাঁশির শব্দও শোনা যায়। তবে শনিবার রাতে বা রবিবার ভোরে এমন কিছু শুনিনি। গণপিটুনির ঘটনা ঘটলে তো চিৎকার শোনা যেতো। তিনি বলেন, সকাল ১০টার দিকে এলাকায় পুলিশ আসে। এ সময় তারা জানায়, ভোরে এই এলাকায় গণপিটুনিতে এক যুবককে হত্যা করা হয়েছে।