কানাইঘাটের চতুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

18
কানাইঘাটের চতুল বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটের চতুল বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে পুড়ে গেছে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল রবিবার ভোর ৬টার দিকে বাজারের হরিপদ শর্মা হরির টিনশেডের মালিকানাধীন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্বিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনাটি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ও বড়চতুল ইউনিয়নের চেয়াম্যান আবুল হোসেইন চতুলী অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান গুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সান্ত্বনা প্রদান করেন। তবে কি ভাবে অগ্নিকন্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। অনুমান ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী জনান ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো হবে।