৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর কার্যকরি কমিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর দক্ষিণ সুরমারস্থ ভাবনা প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১৪ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে স্বেচ্ছায় জমা দেওয়ার কর্মসূচী ঘোষণা হলেও জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে আপাতত তা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে গত ৭ অক্টোবর জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের আহ্বানে আমাদের এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন শ্রমিকদের ৫ দফা দাবি বাস্তবায়নে আগামী ২ নভেম্বর জেলা প্রশাসকের সাথে আবারো মতবিনিময় অনুষ্ঠিত হবে। আমরা আশা করি ২ নভেম্বর শ্রমিকদের ন্যায্যা দাবি-দাওয়া বাস্তবায়ন হবে। আর তা না হলে, পরিবহন শ্রমিকদের দাবি বাস্তবায়নে আবারো আমরা রাজপথে নামবো।
সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ সুন্দর আলী খাঁন, মোঃ আবুল হোসেন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, মোঃ জিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ, অর্থ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল মতিন, সদস্য মোঃ আলতাফ হোসেন চৌধুরী, মো. মানিক মিয়া, মো. এবাদুল খাঁন, মোঃ লিটন আহমদ, মো. সুজন মিয়া, এম. বরকত আলী, মোঃ রাজা, আহমদ রাজা, মো. মুহিবুর রহমান এপল, মো. এমাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি