বাবার বাড়িতে বেড়াতে এসে নববধূ ধর্ষিত, ২৪ দিনেও কেউ গ্রেফতার হয়নি

13

স্টাফ রিপোর্টার :
বাবার বাড়িতে বেড়াতে এসে এক নববধূ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিতা হওয়ার মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিলো এয়ারপোর্ট থানা এলাকার ১৮ বছর বয়সী এক তরুণীর। বিয়ের ৬ দিন পর বাবার বাড়িতে এসেছিলেন তিনি। তবে বাবার বাড়ি থেকে তুলে নিয়ে ওই নববধূ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় মামলা দায়ের হলেও ২৪ দিনেও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত ১৬ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে তাকে ধর্ষণ করা হয়।
মামলার এজাহার ও ভিকটিমের মায়ের সাথে আলাপ করে জানা যায়, ধর্ষণের ঘটনার ৬ দিন আগে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের ৩য় দিনে ফিরাযাত্রায় আসলেও তার বাবার ঘরে থাকা হয়নি। পরে আরও ৩ দিন পর তরুণীর মা মেয়েকে বেড়াতে আনেন। এর পর ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় জ্বালানি কাঠ আনতে বাড়ির উঠানে বের হলে তরুণীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী কালাগুল চা বাগানে রাতভর আটকে রেখে ধর্ষণ করে ২ যুবক। পরদিন ভোর হলে লোকজন আসছে দেখে তারা পালিয়ে গেলে উপস্থিত লোকজন ওই তরুণীকে উদ্ধার করেন। পরে পুলিশ এসে তরুণীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) তে ভর্তি করেন।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় দেলওয়ার হোসেনকে (৩০) ও সাদ্দাম হোসেন (২৫) আসামি করে মামলা দায়ের করেন। দেলওয়ার এয়ারপোর্ট থানা এলাকার দেবাইবহর এলাকার মুসলিম মিয়ার পুত্র ও সাদ্দাম ফতেহগড় এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র। কিন্তু ঘটনার প্রায় ২৪ দিন পার হলেও এখনো কোন আসামি ধরা পড়েনি।
ভুক্তভোগী তরুণীর মা বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর খুব কষ্টে সন্তানগুলো নিয়ে জীবন কাটাচ্ছি। মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু বেড়াতে আসার পর তারা আমার মেয়ের সর্বনাশ করল। এখন মেয়ের স্বামীর বাড়ি থেকেও তালাক দিতে চাইছে। আসামিও ধরা হচ্ছে না। বরং যারা কাজটি করেছে তারা প্রতিদিন আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ড আছে। আমি অসহায় মানুষ। কি করব বুঝতে পারছি না।
মামলার তদন্তের দায়িত্বে থাকা এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসামিদের ধরতে চেষ্টা করছি। আসামি ধরা পড়লে জানাব।
গতকাল শনিবার রাত ৯ টার দিকে এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।