গণধর্ষণের পর অস্ত্র মামলায় সাইফুর ৩ দিনের রিমান্ডে

9

স্টাফ রিপোর্টার :
এমসি কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে প্রাইভেট কারের ভেতরে গণধর্ষণে রিমান্ডে থাকার পর এবার অস্ত্র উদ্ধার মামলায় একমাত্র আসামী সাইফুর রহমানকে (২৮) ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য রাজন সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানান। এ সময় শুনানি শেষে আদালতের বিচারক সাইফুর রহমান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট খোকন কুমার দত্ত।
এর আগে অস্ত্র মামলার একমাত্র আসামি সাইফুর রহমানকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকালে ওই আদালতে হাজির করা হয়। ধৃত সাইফুর রহমান বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের মো: তাহিদ মিয়ার পুত্র বর্তমানে এমসি কলেজ হোস্টেল সুপারের বাংলো ৫ম ব্লক থাকতো।
জানা যায়, এমসি কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে প্রাইভেট কারের ভেতরে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান ও অন্যতম আসামি সাইফুর রহমানকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে গত ২ অক্টোবর ধর্ষণ মামলায় আসামি সাইফুরকে সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হলে ধর্ষণের দায় স্বীকার করে সে ফৌজধারী কার্য্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে সাইফুর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়।