স্পোর্টস ডেস্ক :
২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু তার আগেই ধাক্কা খেল দলটি। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেলেন গোলরক্ষক জুয়ান মুসো এবং মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
মঙ্গলবার (৫ অক্টোবর) আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএফ) অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এই দুইজনের অনুপস্থিতিতে কাদের দলে নেওয়া হবে তা এখনও জানানো হয়নি। তবে দেশটির গণমাধ্যম বলছে, সুযোগ পেতে পারেন হেরেমিয়াস লেদেসমা এবং এসেকিয়েল পালাসিওসকে।
মুসো গত সোমবার অনুশীলনের সময় চোট পান। অন্যদিকে টটেনহ্যাম হটস্পারে খেলার সময়ই ইনজুরিতে পড়েন সেলসো। আগামী এক সপ্তাহের মধ্যে দুটি বাছাইপর্বের ম্যাচ আছে আর্জেন্টিনার। ইকুয়েডরের পর ১৪ অক্টোবর লিওনেল মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া।