পূজা ও ঐক্য পরিষদের জরুরী সভা ॥ ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান

21

৬ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ, জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের জরুরী যৌথ সভা মহানগর ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে গণধর্ষণ, ধর্ষণ, নির্যাতন অতি সম্প্রতি চরম আকারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ ধরণের অপরাধকে অতীতে কঠোরভাবে দমন না করায় দিনে দিনে অপরাধীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বলেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ও বিচারের দীর্ঘ সূত্রতা পরিহার করে ধর্ষক ও নির্যাতনকারীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে। সভায় সিলেট জালালাবাদ থানার হাঠখোলা এলাকায় সংখ্যালঘু পরিবারের প্রাইমারী স্কুলের ছাত্রী ধর্ষণের আসামী ধর্ষক জসিম ও এখলাছকে গ্রেফতার করায় সভায় সন্তোষ প্রকাশ করে বলা হয়, ঐ মামলার আসামী ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করতে হবে। অন্য দিকে গতকাল পত্রিকান্তরে প্রকাশিত এক রিপোটে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষাতকারে জানা যায় স্থানীয় মাতবররা গত ৬ সেপ্টেম্বর, ২০ইং তারিখে সংঘটিত ধর্ষণকান্ড কে বিচারের নামে কাল ক্ষেপন করে মামলাকে ভিন্ন খাতে প্রবাহের সহযোগিতা করেছিল এবং যাদের নাম অভিযোগপত্রে ছিল তাদের গ্রেফতার করা হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা এদের কে থানা থেকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়। সারা দেশের মানুষ যখন ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় আন্দোলন সংগ্রামে তখন ও দেখা যায় পুলিশ প্রশাসনের গুটি কয়েক সদস্যের অবহেলার কারণে পুলিশ বিভাগের মর্যাদা ক্ষুন্ন হয়। সভায় সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এমসি কলেজের হোষ্টেলের সংঘটিত ধর্ষণ ঘটনা সহ সিলেট জেলা তথা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এই সমূহ জঘন্য ও মানবতা বিবর্জিত নারীদের প্রতি সহিংসতা অবিলম্বে সমাজ থেকে বিতাড়ন করতে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের আরো বেশী করে ঐক্য গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ দেশ গড়ায় যথাযথ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বিগত ৩রা অক্টোবর তারিখে অনুষ্ঠিত মানব বন্ধন থেকে জালালাবাদ থানার হাঠখোলা এলাকার ধর্ষক জসিম ও এখলাছকে দ্রুত গ্রেফতার না করলে আগামী ১০ অক্টোবর শনিবার মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও এর কর্মসূচী দেয়া হয়েছিল তা চিহ্নিত আসামীকে গ্রেফতারের কারণে স্থগিত ঘোষনা করা হয়। সভায় আগামী ২২ অক্টোবর থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা সাত্ত্বিক ভাবে ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে উদযাপনে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু দে অনুপ, জালালাবাদ থানা ঐক্য পরিষদের সদস্য-সচিব বাবুল দেব প্রমুখ। বিজ্ঞপ্তি