শিক্ষক বাতায়নে পাক্ষিকের সেরা নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজুকে নিয়ে সিলেট জেলার ICT4E ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর কমিটি সিলেটের একটি রেস্টুরেন্টে এক সম্বর্ধনার আয়োজন করে। সিলেট ICT4E ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর কমিটির সভাপতি ও রাশিদীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুয়িনুল ইসলামের সভাপতিত্বে এবং ICT4E ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর রেজাউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলার ICT4E ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর কমিটি সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিল স্কুলস অ্যাম্বাসেডর মো. শাহনেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামসুল হোসেন, মো. সুহেল মিয়া, মো রফিকুল ইসলাম, মো. আজিবুর রহমান, শাহীন আহমদ, মো. শহিদুল ইসলাম, রিপন চন্দ্র নায়ক, মো. ইমরান আলী। সম্বর্ধনা সভায় আব্দুল মালিক রাজু তার বক্তব্যে বলেন সিলেটে গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হাওর পারের শিক্ষক সম্মেলনের এক ইতিবাচক প্রভাব পড়েছে। এর মাধ্যমে এক ঝাঁক তরুণ নিবেদিত প্রাণ শিক্ষক বেরিয়ে এসেছেন। যারা এই করোনা কালে স্থবির হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রমকে গতিশীল রেখেছেন এবং তারাই সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে নেতৃত্বসহ অনলাইন ক্লাস পরিচালনা করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনে আর উদ্যোমী শিক্ষকরা এই প্লাটফরমে যুক্ত হবেন এবং সিলেট তথা দেশের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান। বিজ্ঞপ্তি