সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য গৃহ নির্মাণ, নগদ অর্থ প্রধান ও শ্রমিকদের ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য স্কুল, বিদ্যুৎ সুবিধা, খাদ্য সামগ্রী সহ নানাবিদ প্রকল্প চালু করেছেন ফলে আমার নির্বাচনী এলাকার সব কয়টি চা বাগানে চা শ্রমিকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে চা শ্রমিকদের ভোটাধিকারের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চা শ্রমিকদের কথা চিন্তা করে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। চা শ্রমিকদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ প্রকল্প চালু করেছেন এতে গৃহহীন শ্রমিকরা ধারাবাহিক ভাবে এ সুযোগ পাচ্ছে। ইনশাআল্লাহ আওয়ামীলীগ ক্ষমতায় যতদিন থাকবে চা শ্রমিকদের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩ অক্টোবর শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া, মনিপুর, ডালুছড়া চা বাগানে চা শ্রমিক ময়না তুরিয়া, চন্দন রিকিয়াশন, ফাতেমা বেগম-কে পৃথক পৃথক ভাবে ৪ লক্ষ টাকা করে ৩টি গৃহ ১২ লক্ষ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্মিত চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে আবাসন প্রকল্পের আওতায় ৩টি গৃহ উদ্বোধনী পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, মোমিনছড়া চা বাগানের ব্যবস্থাপক কামাল আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিছবাহ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ, ঘিলাছড়া ইউপি মেম্বার শফিক মিয়া প্রমুখ।
পরে প্রধান অতিথি ৩ টি চা শ্রমিক পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি