দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী ধোপাঘাট গ্রামের কাঁচা রাস্তা নির্মাণের দাবিতে বলদী একতা যুব সমাজকল্যাণ সমিতির উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বলদী ধোপাঘাট গ্রামবাসী ও বলদী একতা সমাজকল্যাণ সমিতির মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে অবহেলিত কাঁচা রাস্তা ফেসবুকে প্রচারের পর তেতলী ইউনিয়ন পরিষদের দৃষ্টি গোচর হয়। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বলদী ধোপাঘাট কাচা রাস্তা পরিদর্শন করেন তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ফারুক মিয়া। পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, তেতলী ইউ/পি ২নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন এর সভাপতিত্বেও বলদী একতা যুব সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অপু আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ফারুক মিয়া,বিশেষ অতিথির বক্তব্য রাখেন
তেতলী ইউ/পি সদস্য আকবর আলী ও মো: ছালিক মিয়া, সমাজসেবী তাজ উদ্দিন এপলু, তেতলী ইউ/পি ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সমাজসেবী রুবেল আহমদ, আর অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ধোপাঘাট বাসিন্দা মুরব্বি ফয়েজ উদ্দিন, আশরাফ উদ্দিন, বাচ্চু মিয়া, রাজা বাবু, চিত্ত দাশ, প্রতাপ দাশ, খোকা দাশ, সুনীল দাশ, ধিদেন দাশ,নীপ্রন্দ দাশ, সশাক্ষণ দাশ, দিতেন দাশ, বলদী একতা যুব সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি বদরুল আলম,সহ-সাধারণ সম্পাদক মুহিত আহমদ ছুন্নাহ, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, অর্থ- সম্পাদক তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক সাহেল আহমদ, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, পরিবেশ সম্পাদক রুবেল আহমদ। সভা শেষে দেশ বাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বলদী একতা যুব সমাজকল্যাণ সমিতির ধর্ম সম্পাদক হাফিজ জুনেদ আহমদ। বিজ্ঞপ্তি