বিশিষ্ট সমাজসেবী পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ বলেছেন, রোটারির সম্ভাবনাকে কাজে লাগাতে রোটারিয়ানরা কাজ করেন। রোটারিয়ান শামীম পল হ্যারি ফেলো গৌরব অর্জন করায় ভূয়সী প্রশংসা করে বলেন, রোটারী বিশ্বের মানুষকে সম্ভাবনা দেখায়, স্বপ্ন দেখায়। তাই রোটারিয়ানরাই সুখি সমৃদ্ধ ও শান্তিপ্রিয় বিশ্ব গড়ার হাতিয়ার। রোটারী ক্লাব অব সিলেট সাউথের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শামিম আহমদ পল হ্যারি ফেলো গৌরব অর্জন করায় সিলেট সাউথের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টারের সিফডিয়া মিলনায়তনে রোটারী ক্লাব অব সিলেট সাউথের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইপিডিজি লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর রোটারিয়ান মতিউর রহমান, ক্লাব সার্ভিস-রোটারিয়ান জুবায়ের আহমদ পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ জুনেদ আলী, সার্জেন্ট আর্মস-রোটারিয়ান দিপক চক্রবর্তী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুর,রোটারিয়ান ফয়সল আহমদ, রোটারিয়ান চৌধুরী মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি