মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৭ বাংলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ চলন্তিকা প্রিন্টার্সে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহ-সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, অধ্যাপক অনবীর রায়, বিনয় ভূষণ তালুকদার, যুগ্ম সম্পাদক ব্যাংকার জ্যোতিমোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুন কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ অনুকুল সূত্রধর প্রমুখ।
এ বছরের মহালয়া আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন, সকাল সাড়ে ৮টায় শ্রীমা সারদা সংঘের সেবাব্রতী মায়েদের পরিচালনায় সমবেত চন্ডীপাঠ, সকাল ১০টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, বেলা সাড়ে ১০টায় ধর্মীয় আলোচনা সভা সরকারের স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কণিকা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের মহালয়া নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় সংক্ষিপ্ত ভাবে সম্পন্ন হবে।
অনুষ্ঠানমালায় মহালয়া পরিবারের সকল সদস্যবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি