এক পৃথিবী স্বপ্ন

15

জাহিদ আজিম

এক পৃথিবী স্বপ্ন চোখে
সাজে যে প্রতিদিন,
স্নিগ্ধ কোমল সুখে মাখা
ফুলে ফুলে রঙিন।

শিশির-মুক্তোয় জড়ানো যেন
বৃষ্টি-জলে ধোয়া,
সকাল-সাঁঝে সুবর্ণ-শোভিত
আবির রঙে নাওয়া।

আকাশ জুড়ে তারার মতো
ঝিকিমিকি যেন জ্বলে,
বিহঙ্গ-মন কাছে পেতে
অবিরাম ছুটে চলে।

জোয়ার-ভাঁটা, ভাঙ্গা গড়া
এই যে নদী জুড়ে,
স্বপ্ন-বোঝাই তরীতে তবু
আশার পালটা উড়ে।