করোনা নামক সংক্রমণ ব্যাধির প্রকোপ দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কম নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সকল পদক্ষেপ গুলো ঝিমিয়ে পড়েছে। ফলে সর্বত্র করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। করোনা প্রতিরোধের পদক্ষেপ গুলো কঠোর হস্তে দমনের বিকল্প নেই।
দেশে করোনা সংক্রমণ ব্যধি গত কয়েক মাস থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নের বিশেষ কোন পদক্ষেপ পরীক্ষিত হচ্ছে না। শহর-বন্দর, গ্রাম-গঞ্জ এমনকি হাট-বাজার সমূহ ছাড়া ও যাত্রী বাহী যান বাহনে কোন ধরনের স্বাস্থ্য বিধিমানার লেশ মাত্র নেই। সর্বত্র পূর্বের মত মানুষের গেদাগেধিতে চলাফেরা করতে হচ্ছে, যদিও সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে, ঘরে থাকার বিধানই নিশ্চিত সুরক্ষা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা। বাহিরে মাস্ক ব্যবহার করা, ৪ হাত দূরে থাকা, বাহির থেকে ঘরে গেলে বার-বার সাবান জলে হাত ধোয়ার অভ্যাস করা। যান-বাহনে সামাজিক দূরত্বে বসার নিয়ম থাকলে ও কেহ তোয়াক্কা করছে না তাই করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর সংখ্যা কমছে না।
সিলেটসহ সারাদেশে করোনা সংক্রমণ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ অবস্থা থেকে দেশের সাধারণ মানুষ রক্ষা করতে সর্বত্র স্বাস্থ্য বিধি মানতে বাধ্যতামূলক ব্যবস্থা করতে হবে। যানবাহন সহ অফিস-আদালতে হাট-বাজারে প্রশাসনের পদক্ষেপ নিতে হবে।
করোনা নামক মহামারি থেকে রক্ষায় স্বাস্থ্য বিধি কঠোর ভাবে প্রয়োগ করা হউক। যা প্রতিটি মানুষের প্রত্যাশা।