করোনায় সিলেটে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৬ জন

8
FILE - In this Sunday, June 14, 2020 file photo, medical workers attend to a COVID-19 patient in an intensive care unit at a hospital in Sanaa, Yemen. Researchers in England say they have the first evidence that a drug can improve survival from COVID-19. The drug is a cheap, widely available steroid called dexamethasone. Results released Tuesday, June 16 show it reduced deaths by up to one third in severely ill hospitalized patients. (AP Photo/Hani Mohammed, File)

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০৯৬৫ জন। তবে সিলেটবাসীর জন্য সুখবর হলো- এর থেকে ৮০৪৬ করোনার কাছে হার মানেননি। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার দিন থেকে গতকাল পর্যন্ত বিভাগে সুস্থ হয়ে উঠলেন এই ৮ হাজারের অধিক লোক।
এদিকে, গত মঙ্গলবার সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৩, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারের ৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হওয়া ১০৯৬৫ জনের মধ্যে সিলেট জেলায় ৫৮০৬, সুনামগঞ্জে ২০৭৬, হবিগঞ্জে ১৫৭২ ও মৌলভীবাজার জেলায় ১৫১১ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে গতকাল পর্যন্ত ভর্তি আছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৭১, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে সিলেটে ২৬, সুনাগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০৪৬ জন। এর মধ্যে সিলেটে ৪১৯৯ সুনামগঞ্জে ১৭২৯, হবিগঞ্জে ১০২৮ ও মৌলভীবাজারে ১০৯০ জন।
অপরদিকে, সিলেট বিভাগে মঙ্গলবার করোনা কেড়ে নিয়েছে একজনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৮। এর মধ্য সিলেটে ১৩৬, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।