কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন বন্ধ থাকা দলই চা বাগানে আন্দোলনকারী শ্রমিকদের সহমর্মিতা ও দাবী আদায়ে ব্যক্তিক্রমী সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে দলই চা বাগান মান্ডপে প্রতিবাদী গানের অনুষ্ঠান পরিবেশিত হয়।
শ্রীমঙ্গলস্থ দেওন্দি চা বাগানের প্রতীক থিয়েটার ও প্রতীক লিটল থিয়েটারের আয়োজনে চা শ্রমিক সন্তান শিল্পীরা চা শ্রমিকের গান, কবিতা আবৃত্তি করেন। দীর্ঘ দু’ঘন্টা ব্যাপী ব্যতিক্রমী এই প্রতিবাদী অনুষ্ঠানে চা বাগানের নারী পুরুষরা উপভোগ করেন।
প্রতীক থিয়েটারের সাধারণ সম্পাদক সুনীল বিশ্বাস জানান, দলই চা বাগান বন্ধ থাকায় চা বাগানের আন্দোলনকারী শ্রমিকদের সহমর্মিতা, সহযোগিতা ও তাদের দাবী আদায়ে চা শ্রমিকদের গান নিয়ে ব্যতিক্রমী এই অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে শ্রমিকদের উৎসাহ ও শক্তি যোগাতে সহায়ক ভূমিকা পালন করবে।