প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচী ঘোষণা

18
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় বক্তব্য রাখছেন জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, মঈনুল হক চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মামুন রশিদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ প্রমুখ।
সভায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ২ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা সেন্টারে খতমে কোরআন, স্বেচ্ছায় রক্তদান ও বাদ যোহর দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ। ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর ২ দিনের কর্মসূচী সফলের জন্য সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সহযোগীতা কামনা করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং পরিচালনায় থাকবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম সদস্য ড. এনামুল হক চৌধুরীর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন। এছাড়াও ভার্চুয়াল আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন বিজ্ঞপ্তি