জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সমস্পাদক বাবুল মিয়ার দায়েরকৃত চাঁদাবাজী মামলা থেকে গতকাল রবিবার জামিন লাভ করেছেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের ৫ নেতা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
রবিবার (১৬ আগষ্ট) জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী এভোকেট মাজেদ আহমদ ও এভোকেট ফরাহিম হোসাইন।
এ ব্যাপারে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সাংগঠনিক সম্পাদক ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সহসাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন বলেন, আমারা সরকারের সকল নিয়ম-নীতি মেনে এবং রাজস্ব প্রদান করে টার্মিনালে লিজকৃত জায়গায় গরুর হাট বসাই। কিন্ত ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা একটি চাঁদাবাজী মামলা দায়ের করে। হামলা-মামলা-ষড়যন্ত্র করে সত্যকে দামিয়ে রাখা যায় না। এর প্রমাণ আজকে বিজ্ঞ আদালত আমাদের জামিন মঞ্জর কছেনে। আজ সত্যের বিজয় নিশ্চিত হলো।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি-অটোরিক্সা-অটোটেম্পু-টেক্সি-টেক্সিকার মালিক সমিতি টিলাগড় উপকমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, সিলেট ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির দপ্তর সম্পাদক আবুল কালাম কাজল, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সদস্য নাজমুল হোসেন, রফিকুল ইসলাম, শ্রমিক নেতা সোয়েদ আহমদ, মো. শাহ নেওয়াজ আহমদ, সোহেল আহমদ, শ্রমীক নেতা কামাল আহমদ, রাছেল আহমদ।
সম্প্রতি জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সস্পাদক বাবুল মিয়া সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সভাপতি সাহেদুর রহমান, সাধারণ সম্পাদক নরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী লিপু, সাংগঠনিক সম্পাদক ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সহসাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন ও আনোয়ার হোসেন পাটাকে আসামি করে চাঁদাবাজি মামলা করেন। বিজ্ঞপ্তি