জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

5

জুড়ী থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একই দিনে ২ জন নিহত হয়েছেন। উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায় রবিবার (১৬ আগষ্ট) সকালে ফুলতলা ইউনিয়নে বিরইনতলা গ্রামের মৃত হবিব আলীর পুত্র দিনমজুর ওয়াহিদ সকালে ইউনিয়নের সামনে আশা ব্যাংকের পাশে প্রবাসী উস্তার আলীর মালিকাধীন একটি কাঁচা টিনের ঘরে কাজ করতে আসেন। দুপুর সাড়ে ১২টায় অসাবধানতাবশত: ঘরের টিনের ভেতর দিকে থাকা বিদ্যুতের তার টিনে কেটে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে বিকাল সাড়ে ৫ টার দিকে সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গনের ১৪ বছরের শিশু বৈদ্যুতিক তার পানিতে সংযোগ থাকায় সেখানেই সে মারা যায়।
এলাকাবাসীর অভিযোগ, বৈদ্যুতিক তার খুঁটি থেকে পানিতে পড়ে যায়। কিন্তু পিডিবির অসাবধানতায় তা রক্ষণাবেক্ষণ না করার কারণে শিশুটি ওই নালায় পড়ে মারা যায়।
নিহত শিশুর নাম ইমাদ উদ্দিন হুসাইন (১৪)। সে পাতলাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
ফুলতলা বাজার কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম জানান, উস্তার আলী প্রবাসে থাকেন। বর্তমানে তিনি বাড়ীতে থাকায় তার কেয়ারটেকার থাকার জন্য কাঁচা ঘরটি সংস্কারের কাজ করতে শ্রমিক হিসেবে তাকে কাজে লাগান।তার মৃত্যুতে আমরা শোকাহত।
বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (জুড়ী) আনসারুল কবির শামীম জানান,ঘটনার খবর পেয়ে আমি লোক পাঠিয়েছি। পিডিবি’র গ্রাহকরা নিজের বাড়ি কিংবা ঘরের বিদ্যুতের তার তারা নিজেরা ক্রয় করে লাগান। অনেক সময় গ্রাহকরা মানসম্মত তার না লাগানোর কারণে এ রকম দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে বৈদ্যুতিক তার যে পানিতে পড়ে গেছে এটা কেউ অভিযোগ দেয়নি যদি আমরা জানতাম সাথে সাথেই মেরামত করতাম।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, উভয়ের ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।