যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটে ৬ ঘন্টা বিদ্যুৎবিহীন

17

স্টাফ রিপোর্টার :
যান্ত্রিক ত্র“টির কারণে গতকাল রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা সিলেট নগরীর বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন ছিল। গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়ে নগরবাসী। সন্ধ্যা ৬ টার পর পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেন সংশ্লিষ্টরা। তবে রাত ১০ টা পর্যন্ত লোডশেডিং ছিল।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, আমাদের দুটি ফিডারে সমস্যা দেখা দিয়েছিলো। এ কারণে নগরীর অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়। তবে আমরা ফিডার দুটি ইতোমধ্যে চালু করেছি। কিন্তু এখন ৩৩ কেভি জাতীয় গ্রিড লাইনের ব্রেকার বিকল হয়ে পর ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে পুণরায় সংযোগ চালু করা হয়।
এদিকে, যান্ত্রিক এই ত্র“টির কারণে রবিবার দুপুর ১টা থেকে বিদ্যুৎহীন অবস্থায় থাকে নগরীর পশ্চিম জিন্দাবাজার, জল্লারপার, মাসছুদীঘিরপার, জামতলা, রামেরদীঘিরপার, দাঁড়িয়াপাড়া, ভাতালিয়া, মধুশহীদ, কাজলশাহ, শেখঘাট, পুলিশলাইন, বাগবাড়ি, মদিনা মার্কেট, আখালিয়া, দক্ষিণ সুরমার কদমতলি, গোটাটিকর বিসিক শিল্পনগরী, শিববাড়ী ও তার আশপাশসহ বেশিরভাহ এলাকায়।