খেলাধূলা একজন মানুষকে উদ্যোমী হতে সাহায্য করে —————- কয়েস লোদী

22

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১ম ওমর মাহবুব সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা। আম্বরখানা ইউনাইটেড বয়েস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার আম্বরখানা সরকারী কলোনী বড় মাঠ (মণিপুরী মাঠ)-এ উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক খেলাধূলা উন্নত সমাজ গঠনে উদ্যোমী ও সাহসী হতে সহায়তা করে। মেধা ও মননের পরিপূর্ণ বিকাশ ঘটাতে হলে খেলাধূলা ও শরীর চর্চার বিকল্প নেই। খেলাধূলা একজন মানুষকে উদ্যোমী হতে সাহায্য করে। তাই আমাদেরকে দিনের নির্দিষ্ট কিছু সময় খেলাধূলা ও শরীর চর্চা চালিয়ে যেতে হবে।
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর-এর সভাপতি জসিম উদ্দিন আহমদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্ণামেন্ট এর প্রবর্তক কিং কোবরা ক্রিকেট ক্লাবের সভাপতি ওমর মাহবুব। জাহিদ হাসান পাবেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফয়জুল ইসলাম সুমন, আম্বরখানা সরকারী কলোনী সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুমন খান, ফাহিম হোসেন খান, আহেমদ মাকিন, সজিব আহমদ, রায়হান আহমদ, ফজল আহমদ, সজিবুর রহমান, লিমন আহমদ, সাকিব আহমদ, ইসলাম মাজেদ প্রমুখ বিজ্ঞপ্তি