মহান নেতা

6

ফেরদৌসী খানম রীনা

যার আগমনে মুখরিত হলো বাংলা
সে যে সাহসী আর মহান,
আমাদের প্রিয় নেতা
শেখ মুজিবুর রহমান।

রাতের আঁধার কেটে আসে যেমন
ভোরের সূর্যের কিরণ,
তেমনি এ মহান নেতার আগমনে
আলোকিত হলো এ ভুবন।

বঞ্চিত, নিপীড়িত মানুষকে
যে দিল আশার বাণী,
বাংলার মানুষের জীবন
থেকে দূর করলো দুঃখ, গ্লানী।

সে আমাদের প্রাণের নেতা
সমগ্র বাংলার প্রাণ,
সারা বাংলায় ধ্বনিত হয়
জয় বাংলা, বাংলার গান।

দিনটি ছিল ১৭ মার্চ
নাম টুঙ্গিপাড়া গ্রাম,
জন্ম নিলো এ ভুবনে এক সূর্য সন্তান
সারা বিশ্ব থেকে কুঁড়িয়ে আনলো সুনাম।

ছিল মায়ের আদরের ধন
মা ডাকে খোকা বলে,
বাংলার মানুষ ডাকে বঙ্গবন্ধু
জাতির পিতা জানে সকলে।

হয়েছিল খ্যাতিমান বিশ্বনেতা
বাংলার জন্য করেছিল পণ,
তাঁর ডাকে বাংলার মানুষ
জীবন দিয়ে রাখল বাংলার মান।

তাঁর অবদানে বিশ্বে আজ
বাংলার হলো সুনাম,
বাংলা আজ স্বাধীন
বাংলাদেশ তার নাম।